আমানত করিম, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম বাঁশখালীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন দিঘীরপাড়া ইসলামী আদর্শ কাফেলার উদ্যোগে ৪র্থ তম ইফতার সামগ্রী আজ ৩০ মার্চ শনিবার বিতরণ সম্পন্ন হয়।
দিঘীরপাড়া ইসলামী আদর্শ কাফেলার কার্যালয় থেকে পবিত্র মাহে রমাদান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এই বছরও শতাদিক গরীব ও অসহায় রোজাদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে রয়েছে, চোলা, ডাল, পিঁয়াজ, তৈল, সেমাই, মুড়ি, আলু, চিনি ইত্যাদি।
আদর্শ কাফেলার সদস্য মুহাম্মদ রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় এবং হাফেজ মুহাম্মদ ওয়াহিদুল ইসলাম এর কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এতে বক্তব্য রাখেন উক্ত সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যাংক কর্মকর্তা জনাব হাফেজ শাহাব উদ্দীন।
মোনাজাত পরিচালনা করেন দিঘীরপাড়া বায়তুর রহমত জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফজলুল করিম। এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: imranctgnews@gmail.com
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.