দেশচিন্তা নিউজ ডেস্ক:
লায়ন্সক্লাব অব চিটাগাং ইম্প্রেস নগরীর একটি গার্মেন্টস এ ওয়ার্কারদের জন্য ডায়াবেটিক স্ক্রীনিং ও এওয়ারনেস, আই ক্যাম্প ও ব্লাডগ্রুপিং আজ ২৫ অক্টোবর আয়োজন করে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় জেলা গভর্নর লায়ন নাছির উদ্দিন চৌধুরী এমজেএফ, ইম্প্রেসের আইপিপি ও জোনাল চেয়ারপার্সন লায়ন মোহাম্মদ মনিরুল কবির এবং ইম্প্রেসের সভাপতি মোহাম্মদ মুছা, সাধারন সম্পাদক লায়ন সিরাজুল মোস্তফা, লায়ন মোহাম্মদ দিদার মোহাম্মদ সালাউদ্দিন, লায়ন সুভাস চন্দ্র দাশ সহ অনেক লায়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন সচেতনতার অভাবে কিছু জিনিস পরীক্ষা নিরীক্ষা না করার ফলে আমরা বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যায়। সমাজের তুলনামূলক কম সুবিধাভুগী মানুষদের জন্য লায়ন্স ক্লাব চিটাগং ইম্প্রেস এর আজকের এই স্বাস্থ্য সেবার উদ্যোগ প্রশংসার দাবী রাখে। তিনি আশা প্রকাশ করেন মানব সেবায় লায়ন্সক্লাবের এধরনের উদ্যোগ আগামীতে অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.