মুহাম্মদ ফরিদ উদ্দীন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় ১৮ মার্চ বেলা ১২.০০ টায় গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের মাহালিয়া এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এসময় আবদুল খালেক (৪০), পিতা- আসু মিয়া, গ্রামঃ বাজালিয়া, ৫ নং ওয়ার্ড, বাজালিয়া ইউনিয়ন, সাতকানিয়া, চট্টগ্রাম নামের এক লোককে গাঁজা সেবনরত অবস্থায় পুলিশ কর্তৃক হাতেনাতে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি স্বেচ্ছায় দোষ স্বীকার করে আদালতের নিকট ক্ষমা প্রার্থনা করেন। পরবর্তীতে আসামিকে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় সংশ্লিষ্ট ধারায় ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
আসামির কাছ থেকে জরিমানার টাকা আদায় করে চট্টগ্রাম জেলা কারাগারে প্রেরণের নিমিত্ত জেল পরোয়ানামূলে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে ও বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত আমির হোছন (৪০), পিতা- কালু মিয়া, চুড়ামনি, জোটপুকুরিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) জারিমানা প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব মিল্টন বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। উপজেলা প্রশাসন জনসার্থে অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: imranctgnews@gmail.com
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.