ফারুকুর রহমান বিনজু, পটিয়া প্রতিনিধি :
পটিয়ায় নতুন উপজেলা নির্বাহী অফিসার পদে হাবিবুল হাসান যোগদান করেছেন। ইতিপূর্বে তিনি কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি গত সোমবার পটিয়ার বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেলুল কাদেরের কাছ থেকে তার দায়িত্বভার গ্রহণ করেন।
তার সাথে আলাপকালে তিনি বলেন, পটিয়া একটি উর্বর জনপদ। শিক্ষা, শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে রয়েছে পটিয়ার স্বকীয় অবস্থান। এখানে জ্ঞানী-গুনীর জন্ম হয়েছে। যারা সারাদেশে আলো ছড়াচ্ছেন। তিনি তার দায়িত্ব পালনকালীন সময়ে সরকারের পক্ষ থেকে গৃহিত উন্নয়ন কর্মকান্ড শতভাগ স্বচ্ছতার মাধ্যমে পরিচালনা করে প্রশাসনে গতিশীলতা আনা হবে বলে জানান। তিনি সর্বস্তরের সরকারী কর্মকর্তা কর্মচারীদেরকে নিজ নিজ দায়িত্ব স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পালন করার আহবান জানান। তিনি পটিয়াকে মাদকমুক্ত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে বলেন, যেকোনো মূল্যে পটিয়ায় মাদককে জিরো টলারেন্সে নিয়ে আসা হবে। তিনি পটিয়ার চলমান উন্নয়ন ধারাবাহিকতা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।
এদিকে গতকাল সোমবার বিকেলে পটিয়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসানকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। অপরদিকে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেলুল কাদেরকেও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এসময় বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেলুল কাদের পটিয়ায় তার দায়িত্ব পালনকালীন সময়ে সহযোগিতার জন্য পটিয়া বাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। অপরদিকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান তার দায়িত্বভার গ্রহণের পর স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনে পটিয়াবাসীর সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.