প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ৯:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২৪, ১:১৬ অপরাহ্ণ
ব্র্যাকের সহযোগিতায় বাড়িতে ফিরেছেন অসুস্থ দুবাই ফেরত নুরুল আমিন

নিজস্ব প্রতিবেদক, সাতকানিয়া : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা দুবাইফেরত অসুস্থ নুরুল আমিন (৫০) বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহযোগিতায় তার নিজ বাড়িতে ফিরেছেন। গত শুক্রবার (১৫ মার্চ) সকালে ঢাকায় ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে নুরুল আমিনকে তার পরিবারের কাছে হস্তান্তর করলে ওইদিন বিকালে তিনি বাড়ি ফেরেন।
এদিকে, শনিবার (১৬মার্চ) বেলা ১২টায় নুরুল আমিনের বাড়িতে চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষ থেকে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস এক মাসের খাদ্যসামগ্রী ও নগদ অর্থ উপহার দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামের সাতকানিয়ার চরতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আবদুল হকের ছেলে নুরুল আমিন ভাগ্য পরিবর্তনের আশায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গিয়েছিলেন। অনেকটা ধারদেনা করে এনজিও থেকে ঋণ নিয়ে তার বিদেশ যাওয়া। ভিসা জটিলতায় পড়ে সেখানে অবৈধ হয়ে যান।
অসুস্থ নুরুল আমিনের স্ত্রী জোসনা আক্তার বলেন, ভিসা জটিলতায় পড়ে গত কয়েক সপ্তাহ আগে তার স্বামী দুবাইতে গ্রেপ্তার হন। এরপর সেদেশে কারাগারে গেলে অসুস্থ হয়ে পড়েন তার স্বামী। দুবাই সরকার তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেন। তিনি ঢাকায় আসার খবরটি প্রথমে আমরা জানতে পারিনি। ঢাকায় ব্র্যাকের মাইগ্রেশন প্রজেক্টের সহযোগিতায় শুক্রবার বিকালে তার স্বামী নিজ বাড়িতে পৌঁছেন।
ঢাকা ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ম্যানেজার আল আমিন নয়ন গণমাধ্যমকে বলেন, ‘গত মঙ্গলবার রাতে দুবাইয়ের একটি ফ্লাইটে ঢাকায় বিমানবন্দরে আসেন প্রবাসী অসুস্থ নুরুল আমিন। হুইলচেয়ারে করে বিমানবন্দর সিকিউরিটি গার্ডরা নুরুল আমিনকে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অফিসে পৌঁছে দেন। এপিবিএনের লোকজন নুরুল আমিনের বাসায় যোগাযোগের পর তাকে নিতে না আসায় আমরা ব্র্যাক মাইগ্রেশন ওয়েল ফেয়ার সেন্টারে নিয়ে আসি। পরে ব্র্যাকের মাইগ্রেশনের পক্ষ থেকে নুরুল আমিনের পরিবারে যোগাযোগ করা হয়।
আল আমিন নয়ন বলেন, প্রথমে তার স্ত্রী ঢাকায় এসে স্বামীকে নিয়ে যেতে অস্বীকৃতি জানায়। পরে আমরা ব্র্যাকের মাইগ্রেশনের চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তাদের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগীতায় শুক্রবার সকালে নুরুল আমিনকে তার পরিবারের কাছে হস্তান্তর করি। এছাড়া নুরুল আমিনের চিকিৎসাসহ নানানভাবে সহযোগিতা করবে ব্র্যাকের মাইগ্রেশন প্রকল্প।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, ‘গত মঙ্গলবার রাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে অসুস্থ অবস্থায় ৭ বছর পর দেশে ফেরত আসেন চরতীর বাসিন্দা নুরুল আমিন। ব্র্যাকের মাইগ্রেশন প্রকল্পের সহযোগিতায় গত শুক্রবার সকালে নুরুল আমিনকে তার পরিবারের কাছে হস্তান্তর করেন।’
মিল্টন বিশ্বাস আরও বলেন, জেলা প্রশাসকের নির্দেশে শনিবার দুপুরে চরতী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল আমিনের বাড়ি পরিদর্শন করে তার পরিবারে এক মাসের খাদ্য পন্য ও নগদ অর্থ উপহার দেওয়া হয়েছে ভবিষ্যতেও নুরুল আমিনের পাশে থাকবে জেলা প্রশাসন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.