ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা বেলাশ্বর এলাকায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ জন। আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে চান্দিনার বেলাস্বর এলাকার আর এন আর পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাতক্ষীরা জেলার সদর থানার রফিকুল ইসলাম, ভোলা জেলার মনপুরা উপজেলার মনির হোসেন, হাবিবুর রহমান, আক্তার হোসেন।
ইলিটগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম মোল্লা জানান, নোয়াখালী থেকে ঢাকামুখী একটি মাছ ভর্তি ট্রাক চান্দিনার বেলাশ্বর এলাকায় পৌঁছালে একটি দাঁড়ানো ট্রাকে পিছন থেকে ধাক্কা দিয়ে মাছ ভর্তি ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকের উপরে থাকা চার শ্রমিক মাছ চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় আহত হয় আরো ৩ জন। তাদের প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.