সরওয়ার কামাল, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি : বড় মহেশখালী ইসলাম প্রচার সংসদ ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বড় মহেশখালী নতুন বাজারে বড় মহেশখালী ইসলাম প্রচার সংসদ ও বড় মহেশখালী অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে স্বাগত র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
১১ মার্চ মাগরিবের নামাজের পর নতুন বাজার এমদাদিয়া কাশেমুল উলুম মাদ্রাসার প্রাঙ্গণ থেকে
র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার মাঠে শেষ হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন - বড় মহেশখালী ইসলাম প্রচার সংসদের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মান্নান।
বক্তব্য রাখেন বড় মহেশখালী ইসলাম প্রচার সংসদের সিনিয়র সহসভাপতি আ.হ.ম ওসমান গনী, সাধারন সম্পাদক মাওলানা তকি উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মকসুদুল হক, সদস্য মাওলানা আব্দুল গফুর হেলালী, মাওলানা শফিউল আলম, উপদেষ্টা মাওলানা মুজিবুল হক, হাফেজ মাওলানা ইসমাইল, সদস্য মাওলানা আব্দুল গফুর হেলালী, বড় মহেশখালী অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ বেলাল হোসেন।
এছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, রহমত বরকত মাগফিরাতের পবিত্র মাস রমজান। এ রমজানের পবিত্রতা রক্ষা করা দল মত ধর্মবর্ণ নির্বিশেষে সকলের কর্তব্য। রমজান মাসে দিনের বেলায় প্রকাশ্যে পানাহার ও হোটেল রেস্তোরাঁ খোলা রাখা থেকে বিরত থাকা এবং সব ধরনের অনৈতিক কাজ থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানান।
পাশাপাশি রোজাদারদের ঠকিয়ে পণ্যসামগ্রর অস্বাভাবিক মূল্য নেয়া থেকেও বিরত থাকার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান। আলোচনা সভার সভাপতি হাফেজ আবদুল মান্নানের সভাপতির বক্তব্যে শেষে এবং মোনাজাতের মধ্যে দিয়ে আলোচনা সভা সমাপ্তি হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.