মো. ইকবাল হোসেন, নিজস্ব প্রতিবেদক, সাতকানিয়া :
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওঁচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় পাহাড়ের পাদদেশে অবস্থিত দু'টি ইটভাটায় অভিযান পরিচালনা করেছে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
শনিবার (২৪ ফ্রেব্রুয়ারী) পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকি।
এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন সজীব।
অভিযানে এসএবি ইটভাটার ম্যানেজারকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় দু'জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। তারা হলেন, এলেবির ইটভাটার ম্যানেজার মো. জহির, সে হালুযা ঘোনা এলাকার নছির আহমদের ছেলে, এইচএবি ইটভাটার ম্যানেজার ফজলুল কাদের তিনি এওঁচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকার মো: ইসমাইল এর ছেলে।
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকি বলেন, ১ মাসের কারাদণ্ড প্রাপ্ত দু'জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া অবৈধ ইটভাটাগুলির চুল্লিতে ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে ইট পুড়ানো বন্ধ করা হয়েছে।
তিনি আরও বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এরকম অভিযান অব্যাহত থাকবে। অভিযানে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা সহযোগিতায় ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.