মো. ইকবাল হোসেন, নিজস্ব প্রতিবেদক, সাতকানিয়া :
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ আমিলাইষ শাহপারওয়াল মুহাম্মদীয়া এবতেদায়ী মাদ্রাসার ২৩ তম বার্ষিক সভা, ইছালে সওয়াব মাহফিল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৩ ফ্রেব্রুয়ারি) মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে দুপুর থেকে শুরু হয় কোরআন- হাদিসের আলোচনা, এশারের পর আযান- কেরাত, হামদ-নাত, সাংস্কৃতিক খেলাধুলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
মাদ্রাসার সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ ছৈয়দ হোসেন এর সভাপতিত্বে সভায় ওয়ায়েজ হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শওকত হোসেন আল কাদেরী, মাওলানা নুরুল ইসলাম সিদ্দিকী, মাওলানা মামুনুর রশিদ, মাওলানা শহীদুল ইসলাম।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবুল হাশেম, শামসুল ইসলাম। উপস্থিত ছিলেন ডা. আবদুল মোনাফ, নুর মুহাম্মদ সও:, মোজাম্মেল হক, সংগঠক গিয়াস উদ্দীন, মো. মিনহাজ উদ্দিন, শিক্ষিকা জুলেখা আকতার, ভুলু আকতার, শিক্ষক মো.এমরান, সাবেক শিক্ষক মো.নোমান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.