প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ৬:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০১৮, ৯:০৭ পূর্বাহ্ণ
কদম মোবারক মুসলিম এতিমখানার উদ্যোগে আজ মনিরুজ্জামান ইসলামাবাদীর ৬৮তম মৃত্যুবার্ষিকীর স্মরণানুষ্ঠান

দেশচিন্তা নিউজ ডেস্ক:
আজ ২৪ অক্টোবর চট্টগ্রামের ঐতিহ্যবাহী কদম মোবারক মুসলিম এতিমখানা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, উপমহাদেশের যশস্বী মনীষী, প্রখ্যাত সাহিত্যিক, মুসলিম সাংবাদিকতার পথিকৃৎ, ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীর সেনানী ও অসাম্প্রদায়িক মননের বহুমাত্রিক প্রতিভাবান ব্যক্তিত্ব মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ৬৮তম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে কদম মোবারক মুসলিম এতিমখানা’র উদ্যোগে এই মনীষীর স্মরণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
২৪ অক্টোবর বুধবার বিকেল ৪ঘটিকায় মোমিন রোডস্থ কদম মোবারক মুসলিম এতিমখানার মাঠে মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ৬৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনায় সভায় প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আ.জ.ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে শিক্ষাবিদ, গবেষক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। স্মরণানুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য এতিমখানার তত্ত্বাবধায়ক আবুল কাশেম আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.