দেশচিন্তা ডেস্ক : জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, চট্টগ্রামের আওয়ামী রাজনীতির দুঃসময়ে তৃণমূলের পরীক্ষিত নেত্রী দিলোয়ারা ইউসুফের সাথে চট্টগ্রামের তৃণমূলের মহিলা
আওয়ামী লীগের নেতা- কর্মীদের মতবিনিময় সভা ২২ ফেব্রুয়ারি বিকেলে চট্টগ্রাম নগরীর দোস্তবিল্ডিংস্থ সংগঠন কার্যালয়ে চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী সৈয়দা রিফাত আকতার নিশু'র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী দিলোয়ারা ইউসুফ। বক্তব্য রাখেন রুমানা নাসরিন, রেজওয়ানা শারমীন, সেক্টর কমান্ডার ফোরামের নেত্রী এডভোকেট সাইফুন নাহার খুশী, অধ্যাপিকা হোসনে আরা বেগম,শাহীন আক্তার বিউটি, নিলু আকতার, লিপি দেওয়ানজী, কাউন্সিলর দিলুয়ারা আকতার, শিরিন মেম্বার প্রমুখ। বক্তারা তৃণমূল থেকে উঠে আসা একজন নারী নেত্রীকে মনোনয়ন প্রদান করায় জাতির জনক বঙ্গবন্ধুকন্যা সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।
দিলোয়ারা ইউসুফ বলেন; বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়তে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন" মুক্তিযুদ্ধের চেতনায় ডিজিটাল বাংলাদেশ আজ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ"।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.