প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ৭:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ৬:২৫ পূর্বাহ্ণ
সাতকানিয়ায় অস্ত্রসহ পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সাতকানিয়া:
চট্টগ্রামের সাতকানিয়ায় একাধিক মামলার পলাতক আসামি তানভিরুল ইসলাম (২৫) প্রকাশ তুর্কিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পুড়া মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ । গ্রেপ্তারকৃত তানভির উপজেলার ঢেমশা ইউনিয়নের মাইজ পাড়া এলাকার মোবারক ড্রাইবারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পুড়া মসজিদ এলাকায় একটি ক্রিকেট মাঠে তুর্কিসহ বেশ কয়েকজর তার সঙ্গী ক্রিকেট খেলছিল। ওই সময় মাঠের পাশে দুইজন ব্যক্তির মাঝে ঝগড়া পরবর্তী মারামারির ঘটনা ঘটে। এর কিছুক্ষণের মধ্যে সাতকানিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে তুর্কি এবং তার সঙ্গীদের ধাওয়া করে। এসময় তুর্কিকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।
সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউল হক চৌধুরী বলেন, তানভীরুল ইসলাম ওরফে তুর্কিকে একটি অস্ত্র ও চার রাউন্ড কার্তুজ সহ গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে এর আগেও অস্ত্র মামলাসহ একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে এবং আজকেও পুনরায় তার বিরুদ্ধে অস্ত্র আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.