মুহাম্মদ ফরিদ উদ্দীন, চন্দনাইশ-সাতকানিয়া আংশিক (চট্টগ্রাম) প্রতিনিধি : সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ৭ নং ওয়ার্ডের আবদুর রশিদ খলিফার বাড়ী দারুল ইসলামের একমাত্র সন্তান আতিকুল ইসলাম আকাশ অসুস্থ হয়ে গত ২৬ জানুয়ারি দুবাই আসমানে মৃত্যু বরণ করেন।
ছেলর লাশ ফিরিয়ে পেতে দরিদ্র বাবা চন্দনাইশ সমিতি ইউ, এ,ই শাখার প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজ সেবক নজরুল ইসলাম তালুকদারে কাছে ছুটে গেল তিনি ইউ.এ.ই শাখার চন্দনাইশ সমিতির সদস্য হওয়ার সুবাদে এবং দুবাই প্রবাসীদের সহযোগিতায় চন্দনাইশ সমিতির অর্থয়নে ১৩ ফেব্রুয়ারী মঙ্গলবার ২০২৪ দুবাই থেকে বিমান যুগে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সন্ধ্যায় আতিকুল ইসলাম লাশ তার বাবা দারুল ইসলাম গ্রহণ করে।
এম্বুলেন্স করে গ্রামের বাড়ী কালিয়াইশ আসার খবর শুনে এক নজর দেখতে হাজার হাজার নারি পুরুষের ঢল নামে অবশেষে রাত ১০ টা ২০ মিনিটে গ্রামে লাশবাহী এম্বুলেন্সের বাড়ীতে এসে পৌঁছে। রাত ১১ টাই আবদুর রশিদ খলিফার বাড়ী জামে মসজিদ মাঠে আতিকুল ইসলাম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মাওলানা আলহাজ্ব ক্বারি নুরুল কবির।
জানাজায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আতিকুল বাবা তিনি দেশবাসীর কাছে ছেলের জন্য দোয়া চান, এবং চন্দনাইশ সমিতি ইউ.এ.ই শা শাখার বিশেষ করে নজরুল ইসলাম তালুকদার ও চন্দনাইশ সমিতি ইউ এ ই শাখার সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনে, টিটু, একে হাসান, আবু ছৈয়দ, মাসুদসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চন্দনাইশ সমিতি তিন লক্ষ টাকা খরচ করে লাশ দেশে পাঠান। সার্বিক সহযোগিতা করে গাউছিয়া কমিটি আসমান শাখা, জানাজায় অংশগ্রহণ করেন কালিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাফেজ আহমদ, বিশিষ্ট সমাজ সেবক শফিকুল ইসলাম রাহী, চন্দনাইশ সমিতির নেতৃবৃন্দ আতিকুল ইসলাম আকাশে বন্ধু মহল, এলাকার হাজার হাজার শোকাহত জনতা।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে, অশ্রু সিক্ত নয়নে তাকে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়। তার মৃত্যুতে বিভিন্ন সমাজিক সংঘটন শোক প্রকাশ করেন। চন্দনাইশ সমিতি দুবাই থেকে তাদের খরচ অনেক লাশ দেশে পাঠাইছে এবং দেশ ও প্রবাসে মানবতার কল্যানে কাজ করে যাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.