দেশচিন্তা নিউজ ডেস্ক:
মিথ্যা বানোয়াট ষড়যন্ত্রের মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করকে চট্টগ্রামের ডিবি পুলিশ গতকাল নগরীর জিইসি মোড়স্থ ম্যারেডিয়ান হোটেলের সামনে থেকে গ্রেফতার করে আজকে ২৩ অক্টোবর মঙ্গলবার আদালতে তোলা হলে আদালত তাদের ১ দিনের রিমান্ড মন্জুর করেন। এই রিমান্ড
মন্জুরের ঘটনায় চট্টগ্রাম মহনগরীর বিএনপি নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও
প্রতিবাদ জানিয়েছেন। বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এম
মোর্শেদ খাঁন, আবদুল্লাহ আল নোমান, মীর মোঃ নাছির উদ্দিন, চেয়ারপার্সনের উপদেষ্টা বেগম রোজি কবির, গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন, সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান আজ ২৩ অক্টোবর এক যুক্ত বিবৃতিতে বলেছেন, গ্রেফতারকৃত ২ নেতাকে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামীন বাতিলের পর আইনজীবিদের সাথে পুলিশের কবিতন্ডার ঘটনায় কোতোয়ালী থানায় পুলিশের উপর হামলার অভিযোগে দায়েরকৃত
মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। অথচ এই ২ নেতা সেইদিন চট্টগ্রাম আদালতেই যাননি। যারা সেইসময় ঘটনাস্থলে উপস্থিত ছিল না তারা কি করে পুলিশের কাজে বাধা দেন? বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এই ধরনের মামলায় তাদেরকে গ্রেফতার করা একটি ন্যাক্কারজনক ঘটনা। গণতন্ত্র পুনঃরুদ্ধার আন্দোলনকে ব্যাহত করতেই এই গ্রেফতার। শুধু অপশাসনের বিরুদ্ধে এবং গণতন্ত্রের পক্ষে কথা বলাটাকেই অপরাধ হিসেবে গন্য করছে সরকার। ক্ষমতা হারানোর ভয়ে সরকার এখন পুলিশি শক্তির উপর ভর করেছে। মনে হচ্ছে সরকার ক্ষমতা ধরে রাখতে পুলিশের সাথে চুক্তি করেছে। নেতৃবৃন্দ বলেন, সরকারের এখন শেষ সময়। বাতি নিভে
যাওয়ার আগে যেমন হঠাৎ জ্বলে ওঠে, তেমনি সরকারী নির্যাতন নিপীড়নের সাথে দেশজুড়ে চলা গণগ্রেফতারের গতি এখন আরো বৃদ্ধি করেছে। কিন্তু মামলা হামলা, গ্রেফতার নির্যাতন করে অবৈধ ক্ষমতার মসনদ টিকিয়ে রাখা যাবে না। অচিরেই অবৈধ ক্ষমতার পতন ঘটিয়ে জনগণ এই সরকারকে বিদায় জানাবে। নেতৃবৃন্দ অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমির খসরু মাহামুদ চৌধুরী, মাহবুবের রহমান শামীম ও আবুল হাশেম বক্করের নিঃশর্ত মুক্তির দাবি জানান। অন্যথায় চট্টগ্রামবাসি আন্দোলনের মাধ্যমে তাদেরকে মুক্ত করার মাধ্যমে অবৈধ সরকারের পতন ঘটিয়ে ছাড়বে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.