ফারুকুর রহমান বিনজু, পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি : গত জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন চট্টগ্রাম ১২ (পটিয়া) সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরীকে জন প্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মনোনিত করা হয়।
এতে পটিয়া আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের মাঝে আনন্দ উল্লাস করতে দেখা যায়, সেই সাথে মাননীয় সংসদ মোতাহেরুল ইসলাম চৌধুরীকে সংগঠনের নেতা কর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান। গত রোববার দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় বৈঠকে ৫০টি সংসদীয় কমিটির মধ্যে ১২টি কমিটির গঠন করা হয়।
এতে ৬টি সংসদ সম্পর্কিত এবং বাকিগুলো মন্ত্রানালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন হয়। সংসদ নেতার অনুমতি নিয়ে চিফহুইপ নুর -ই- আলম চৌধুরী বাকি ১০টি সংসদীয় স্থায়ী কমিটি প্রস্থাব করিলে তা কণ্ঠভোটে পাশ হয়।
সংসদীয় স্থায়ী কমিটির মোতাহেরুল ইসলাম চৌধুরীকে সদস্য নির্বাচিত করায় সংসদ নেতা প্রধানমন্ত্রি শেখ হাসিনাকে পটিয়া বাসী আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.