মো.ইকবাল হোসেন, নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ফসলি জমি কেটে মাছের প্রজেক্ট তৈরি করায় ১ব্যক্তিকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
রবিবার (৪ জানুয়ারী) উপজেলার কাঞ্চনা ইউনিয়নের উত্তর কাঞ্চনা এলাকায় স্কেভেটর (খননযন্ত্র) দিয়ে ফসলি জমি কেটে পুকুর তৈরি করায় উত্তর কাঞ্চনা ২নং ওয়ার্ডের মৃত কালু মিয়ার ছেলে মো: সফিকে (৫৫) কে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উৎপাদনশীল কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার সময় হাতেনাতে আটক করে তাকে কারাদণ্ড দিয়েছি। তিনি আরও বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের একরকম অভিযান অব্যাহত থাকবে।
এসময় মোবাইল কোর্টে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.