আদালত প্রতিবেদক, চট্টগ্রাম : উন্নয়নের এবং ন্যায় বিচারের ধারাকে অব্যাহত রাখতে আইনজীবীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান জেলা পি.পি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।
আসন্ন চট্টগ্রাম জেলা আইজীবী সমিতি এবং চট্টগ্রাম কর আইনজীবি সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ সমর্থিত হাশেম-জাবেদ-রুমেল ও আহসানউল্লাহ-সাহাবুদ্দিন- সালাউদ্দিন পরিষদের সমর্থনে চট্টগ্রামে কর্মরত আইনজীবীদের এক সমাবেশ আজ ০১ ফেব্রুয়ারি জেলা পিপি'র সভাপত্বিতে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সাবেক বার কাউন্সিল সদস্য এড: মুজিবুল হক, স্টিয়ারিং কমিটির সদস্য সর্বজনাব জেলা পি পি নাজমুল হাসান খান আলমগীর, সাবেক সাধারণ সাম্পাদক অশোক কুমার দাশ, বিশেষ পি পি এম এ নাসের চৌধুরী, বিশেষ পি পি মেজবাহ্ উদ্দিন , অতিরিক্ত পি.পি নাজমুল, সমন্বয় এর আহব্বায়ক এবং সিডিবিএ এর সাধারণ সম্পাদক এড. বজলুর রশিদ মিন্টু, সাবেক সভাপতি আবু মোহাম্মদ হাসেম, সদস্য সচিব মোহাম্মদ ইমরান, সাধারণ সম্পাদক প্রার্থী ফখরুদ্দিন জাবেদ, অতিরিক্ত পি.পি তৈয়ব কিরন, অতিরিক্ত পিপি রুমেল, সভা পরিচালনা করেন মাহানগর পিপি আব্দুর রসিদ।
জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, বর্তমান সরকার সকল প্রকার চক্রান্ত উপেক্ষা করে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সফলতার সাথে কাজ করে আসছেন।
তিনি বলেন, গত ৩'দপে ক্ষমতায় থেকে দেশকে মধ্যম'আয়ে নিয়ে গেছে এবং স্বাধীনতা পরবর্তী দৃশ্যমান উন্নয়ন হয়েছে, দেশের আইনের শাষন ন্যায় বিচার ও মানবিক মূল্যবোধকে সমূন্নত রাখতে আইনজীবী হিসেবে আমাদেরকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে ।
আইনজীবীদের স্বার্থ রক্ষা জনগনের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সমন্বয় ( হাশেম -জাবেদ- রুমেল) পরিষদকে ভোট দিয়ে জয়যুক্ত করার উদার্ত আহব্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.