সাতকানিয়া সংবাদদাতা : সাতকানিয়া আমিলাইষ ইউনিয়নের পশ্চিম ডলু দেওয়ান পুকুরপাড় দারুসসালাম জামে মসজিদের শুভ উদ্ভোধন ১৯ জানুয়ারি শুক্রবার দুপুর ১২টা অনুষ্ঠিত হয়। ১৫০ বছরের পুরনো ইবাদত খানা আজকে দারুসসালাম জামে মসজিদ হিসেবে রুপান্তরিত হলো।
দারুসসালাম জামে মসজিদের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশ নৌবাহিনী স্কুলের সম্মানিত সিনিয়র শিক্ষক মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে শুভ উদ্ভোধন করেন মুফতি আব্দুল আজিজ রেজবী।
মোহাম্মদ শাহাদাত হোসাইনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৫নং আমিলাইশ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোজাম্মেল হক চৌধুরী, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হানিফ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইলিয়াস, মোতাওয়াল্লী মোহাম্মদ ইদ্রিস, সিরাজুল ইসলাম, কবির আহমদ, ছালেহ আহমদ, আবুল কাশেম, ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোহাম্মদ জাহাঙ্গীর।
এতে আরো উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির আহবায়ক মোহাম্মদ হোসাইন, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ মোহসিন, মোহাম্মদ জসিম, দেলোয়ার হোসাইন, এনামুল হকসহ মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও সম্মানিত এলাকাবাসী।
দারুসসালাম জামে মসজিদের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশ নৌবাহিনী স্কুলের সম্মানিত সিনিয়র শিক্ষক মোহাম্মদ হোসাইন মসজিদের প্রারম্ভিক কাজের সূচনা করেন ও পরবর্তীতে ওনার ভাতিজা মোতাওয়াল্লাী ছালেহ আহমদ এর বড় ছেলে দুবাই প্রবাসী মোহাম্মদ মহিউদ্দিনে অর্থায়নে মসজিদের কাজ সম্পন্ন হয়।
এছাড়াও মোহাম্মদ জসিম উদ্দিন এর তত্ত্বাবধানে মোহাম্মদ ইব্রাহিম, কুতুবউদ্দিনসহ আরো অনেকে ছিলেন। মুসল্লিদের দীর্ঘদিনের আশা-আকাঙ্কা পূর্ণ হওয়ায় এলাকার সকলে আনন্দে উচ্ছাসিত।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.