প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ২:১১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৮, ২০২৪, ১২:৩৯ অপরাহ্ণ
শীতার্ত মানুষের মাঝে বিজিবির কম্বল বিতরণ

সাতকানিয়া সংবাদদাতা :
চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ১৮ জানুয়ারি বৃহস্পতিবার সকালে সাতকানিয়ায় অবস্থিত বিজিবির প্রশিক্ষণ কেন্দ্র বায়তুল ইজ্জতের বাস্কেট বল গ্রাউন্ড মাঠে প্রায় ২ শতাধিকের বেশি দুঃস্থ মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান বিএসপি, ডেপুটি কমান্ড্যান্ট কর্নেল মোঃ মারুফুল আবেদীন, লেঃ কর্নেল মহিব্বুল ইসলাম খান, অতিরিক্ত পরিচালক (সমন্বয়) মেজর মোঃ সাহেদুল ইসলাম ভূঁইয়া, সহকারী পরিচালক মোঃ সাজ্জাদ হোসেন, সুবেদার মেজর মোঃ হেলাল উদ্দিনসহ বর্ডার গার্ড ট্রেনিং সেন্টারের কর্মকর্তা ও বিভিন্ন পদবীর বিজিবির সদস্যগণ উপস্থিত ছিলেন।
ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান বলেন, স্বল্প পরিসরে আমরা বিজিবির পক্ষ থেকে অসহায় মানুষের মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচী শুরু করেছি। এবার শীতের প্রকোপটা একটু বেশি। চেষ্টা করছি এখানকার স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে ছিন্নমূল মানুষদের এনে কম্বল বিতরণ আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.