আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ভারত-বাংলাদেশ সীমান্তের একটি শহর নিয়ন্ত্রণের দাবি করছে।
তারা বলছে, সামরিক বাহিনীর কাছ থেকে গুরুত্বপূর্ণ একটা শহর তারা দখল করেছে। আর এই শহরই হলো ভারতে যাওয়ার অন্যতম রুট। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
আরাকান আর্মি অক্টোবরে সেনাবাহিনীর বিরুদ্ধে নতুন করে বড় ধরনের আক্রমণ শুরু করে। তাদের দাবি, তারা চিন রাজ্যের পালেতোয়া শহর নিয়ন্ত্রণে নিয়েছে।
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তারা বলেছে, পুরো পালেতোয়া এলাকায় একটিও সামরিক কাউন্সিল ক্যাম্প বা অস্থায়ী সামরিক ঘাঁটি অবশিষ্ট নেই। পালেতোয়া শহরটি ভারত ও বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সীমান্তের কাছে অবস্থিত।
২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সুচির কাছ থেকে মিয়ানমারের জান্তা বাহিনী ক্ষমতা দখল করে। কিন্তু এর আগেই যোদ্ধারা রাখাইনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছিল।
উল্লেখ্য, দুই বছর আগে আরাকান আর্মি রাজ্যের ৬০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণের দাবি করেছিল।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.