প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ৮:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৪, ২০২৪, ৬:২৭ পূর্বাহ্ণ
টপসয়েল কাটার অপরাধ : সাতকানিয়ায় ১জনের ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড

সাতকানিয়া সংবাদদাতা :
চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি জমির উপরিভাগ (টপসয়েল) কাটার অপরাধে ১জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্টের ভ্রাম্যামাণ আদালত।
রবিবার (১৪ জানুয়ারি) ভোরে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নে কলঘর এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।
কারাদণ্ড প্রাপ্ত আবদুল মান্নান (৩৯) কেঁওচিয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড সিকদার পাড়া এলাকার মুন্সি মিয়ার ছেলে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় আটককৃতকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের এইরকম অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.