এস এম জাকারিয়া, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : দিনে দিনে আমাদের যুবসমাজের নিঃসঙ্গতা, হতাশা যেন বেড়েই চলেছে। আর তার কারণে আত্মহত্যার ঘটনাও পাল্লা দিয়ে বাড়ছে দিনকে দিন। তেমনি এক মর্মান্তিক আত্মহত্যার ঘটনা ঘটেছে চট্টগ্রামের মীরসরাইয়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে " বিদায় পৃথিবী " লিখে বিদায়ী বার্তা পোস্ট করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে মিজবাহ উদ্দিন (২০) নামে এক কলেজছাত্র। ১২ জানুয়ারি, ২০২৪ বিকেলে তার মরদেহ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে।
আত্মহত্যাকারী মেজবাহ'র বাড়ি উপজেলার ৫নং ওচমানপুর ইউনিয়নের রোকন্দিপুর গ্রামের নতুন মুন্সি বাড়ি। তার বাবা প্রবাসী নুর ইসলাম, সে মীরসরাই কলেজের এইএসসি প্রথম বর্ষের ছাত্র। মরদেহের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে পাঠানো হয়েছে।
তার কয়েকজন আত্মীয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ঘুমানোর পর মেজবাহ সকালে ঘুম থেকে ওঠেনি। দুপুরে তার মা ডাকতে গিয়ে ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা খুলে দেখে সিলিং ফ্যানের সঙ্গে মেজবাহ'র মরদেহ ঝুলছে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে বিকেলে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক মেজবার এক স্বজন জানান, শুনেছি একটা মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। হয়তো কোনো কারণে ওই মেয়ের সাথে অভিমান বশত এমন কাজ করতে পারে। এছাড়া অন্যকোনো কারণ দেখি না। সে ১২ জানুয়ারি সকালে তার ফেসবুক আইডির প্রোফাইলে ১২.০১.২০২৪ " বিদায় পৃথিবী " লিখে পোস্ট করেছিলো।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন জানান, ১২ জানুয়ারী, ২০২৪ বিকেলে আত্মহত্যা জনিত খবর পেয়ে ওচমানপুর ইউনিয়ন থেকে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সুরতহাল করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে মরদেহের ময়নাতদন্তের পর বিষয়টি শতভাগ নিশ্চিত হওয়া যাবে। ১৩ জানুয়ারি, ২০২৪ শনিবার সকালে তার মরদেহ মর্গে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.