মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী (চট্টগ্রাম), প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়াতে নলকূপ স্থাপনে পাইপ সংযোগকালে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এতে খবরটি ছড়িয়ে পড়ায় ভিড় জমাচ্ছে উৎসুক জনতা।
জানা যায়, উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী গ্রামের সমুদ্রতীরবর্তী ১ নাম্বার পাড়া সংলগ্ন লবণমাঠ এলাকায় দুলা মিয়া নামের এক লবণচাষী লবণমাঠে পানি উত্তোলনের জন্যে একটি নলকূপ স্থাপন কাজ করতে গিয়ে পাইপ সংযোগকালে মিললো গ্যাসেন সন্ধান।
জানা যায়, ০৯ জানুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার ছনুয়া ইউপির খুদুকখালী গ্রামের সাগরতীরবর্তী ১ নং পাড়া লবণমাঠ এলাকায় ৯ নং ওয়ার্ডের বাসিন্দা দুলা মিয়া নামে এক লবণ চাষি তাঁর লবণমাঠে পানি উত্তোলনের জন্যে একটি নলকূপ স্থাপন কাজ শুরু করেন।
এতে কাজের শেষ পর্যায়ে এসে ১০ জানুয়ারি বুধবার দুপুরে পাইপ সংযোগ করতে গিয়ে ওই পাইপের পাশদিয়ে বাতাস বের হওয়ার আওয়াজ শুনতে পাওয়াতে পকেট থেকে গ্যাস লাইট বের করে আগুন দেয়ার সাথে সাথেই দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। এতে গ্যাসের সন্ধান পেয়ে আশপাশের লোকজনকে ডাকাডাকি করে গ্যাস বের হওয়ার দৃশ্যটি দেখান দুলা মিয়া। খবরটি চতুর্দিকে ছড়িয়ে পড়ায় দৃশ্যটি দেখতে ভিড় জমাচ্ছে শত শত উৎসুক জনতা।
ছনুয়া ইউপির ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল গফুর জানান, স্থানীয় বাসিন্দা দুলা মিয়া নামে এক লবণচাষী নলকূপ স্থাপনের কাজ শেষে পাইপ সংযোগকালে পাইপের পাশ দিয়ে মাটির নিচ থেকে বাতাস উঠতেছে মর্মে উপলব্ধি করতে পেরে
গ্যাস লাইট দিয়ে আগুন জালিয়ে দেয়ার সাথে সাথে দাউ দাউ করে আগুন জলতে থাকে। খবরটি আশেপাশে ছড়িয়ে পড়লে গ্যাস বের হওয়ার দৃশ্যটি দেখতে মুহূর্তেই উৎসুক জনতার ভিড় জমে উঠেছে।
১১ জানুয়ারি (বৃহস্পতিবার) এ বিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আকতার জানান, ছনুয়ায় গ্যাসের সন্ধান সর্ম্পকে জানতে পেরেছি। তিনি আরও জানান, বিষয়টি ঢাকার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা খুব শিগগির সেখানে যাবেন এবং কাজ শুরু করবেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.