ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম-১২ পটিয়া আসনে বাংলাদেশ ইসলামি ফ্রন্ট (মোমবাতি) এমএ মতিন, বিএনএম (নোঙ্গর) এম ইয়াকুব আলী ও স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) প্রতীকসহ ৩ প্রার্থীর ভোট বর্জনের ঘোষণা করেছেন।
এ নির্বাচনে এ আসন থেকে ৯ জন প্রার্থী অংশ নিয়ে ছিলেন। ৭ জানুয়ারি রবিবার দুপুর ৩ টায় সংবাদ ব্রিফ্রিংযের মাধ্যমে ভোট বর্জনের ঘোষণা দেন তিন স্বতন্ত্র প্রার্থী।
তারা অভিযোগ করে বলেন, সুষ্ঠু ও অংশ গ্রহনমূলক পরিবেশে নির্বাচন করার লক্ষ্যে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন।
সেই প্রতিশ্রুতি উপর বিশ্বাস রেখে এ নির্বাচনে অংশ নিয়ে ছিলাম। এবং ২০১৪ ও ১৮ সালে নির্বাচন হবে না বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।
তার দেওয়ার প্রতিশ্রুতির কোনো মিল নেই। সুষ্ঠু উৎসবমূখর পরিবেশে নির্বাচন হলেও ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি একবারে নগণ্য। যাকে প্রহসনের নির্বাচন বলা চলে।
নৌকার প্রার্থীর কর্মী-সমর্থকরা ভোট কেন্দ্রে যেতে বাধা দিচ্ছেন এবং ভয়ভীতি প্রদর্শন করছেন। নৌকার সমর্থকরা জাল ভোট দিচ্ছেন। কিছু কেন্দ্রে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। সেজন্য তারা ভোট বর্জনের ঘোষণা দেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: imranctgnews@gmail.com
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.