দেশচিন্তা নিউজ ডেস্ক:
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম ও চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করকে নগর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে । আজ ২২ অক্টোবর সোমবার দুপুরে নগরের জিইসি মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, জিইসির মোড়ের একটি হোটেলের সামনে থেকে তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে। ২১ অক্টোবর রোববার চট্টগ্রাম আদালত চত্বরে পুলিশের উপর ‘হামলার’ ঘটনায় দায়ের হওয়া মামলায় মাহাবুবের রহমান শামীম ও আবুল হাশেম বক্করকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছেন ঐ পুলিশ কর্মকর্তা ।
গত রোববার দুপুরে কোতোয়ালী থানায় তথ্যপ্রযুক্তি আইনে দায়ের হওয়া মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দেন মহানগর দায়রা জজ আদালত। পরে আদালত চত্বরে পুলিশের উপর ‘হামলা’ করে বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনায় কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইদ্রিস বাদি হয়ে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনকে প্রধান আসামি করে ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.