
দেশচিন্তা রিপোর্ট : সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ রবিবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর মিরপুর ডিওএইচএসের মিরপুর ক্যান্ট. পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। তিনি সকাল সোয়া ১০টার দিকে ভোট কেন্দ্রে আসেন। এ সময় তার সঙ্গে পরিবারের সদস্যরা ছিলেন। স্কুলের দোতলায় ২ নম্বর কেন্দ্রে ভোটদান করেন।
ভোট প্রদানের পর সেনাপ্রধান গণমাধ্যম কর্মীদের বলেছেন, আমি এইমাত্র খুবই শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে এসেছি। শুধু আমি না, আমার পরিবারের সব সদস্যই ভোট দিয়েছেন। আমার বন্ধু বান্ধবরাও আছে। সবাই মিলে ভোট দিলাম। কোনও অসুবিধা হয়নি। খুবই শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছি।
তিনি আরও বলেন, এ পর্যন্ত আমি যত জায়গার খোঁজ পেয়েছি এবং মিডিয়ার মাধ্যমে যেটা দেখছি প্রতিটা সেন্টারে অলমোস্ট সব জায়গায় খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আমাদের সেনা সদস্যদের ডেপ্লয় করেছি। যেখানে প্রয়োজন মনে করেছি, পরবর্তীতে রিটার্নিং অফিসাররা যখন যেখানে ডিমান্ড দিয়েছে আমরা কিন্তু আমাদের রিজার্ভ থেকে তা পুরো করেছি।
শনিবার গভীর রাত থেকে ব্যালট পেপার বিভিন্ন জায়গায় নেওয়া হয়েছে এবং সেজন্য আমরা যখনই ডিমান্ড পেয়েছি, পূর্বে বলা হয়েছিল, বলার সঙ্গে সঙ্গে আমরা পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। প্রতিটি সেনা সদস্য, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত যারা দায়িত্বে আছেন সবাই সম্পূর্ণ পেশাদারিত্বের মাধ্যমে এবং নিরপেক্ষভাবে তারা তদের দায়িত্ব পালন করছেন।
নির্বাচন পরবর্তী কোনও সহিসংতা হলে সেনাবাহিনী কীভাবে তা মোকাবিলা করবে এবং কতদিন সেনাবাহিনী মাঠে থাকবে- সাংবাদিকদের এমন প্রশ্নে সেনাবাহিনী প্রধান বলেন, আমরা ততদিনই মাঠে থাকবো যতদিন নির্বাচন কমিশন আমাদের বলবে। আপনারা জানেন এ পর্যন্ত ১০ তারিখ (জানুয়ারি) অবধি আমাদের মাঠে থাকার কথা বলা আছে। নির্বাচন পরবর্তী সহিংসতা যদি হয় তা আমরা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার বা কোনও কর্মকর্তাদের অসামরিক প্রশাসনের সহায়তায় যে দায়িত্ব আমাদের দেওয়া হবে তা সম্পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে এবং নিরপেক্ষভাবে পালন করবো ইনশাআল্লাহ।