এম. ইব্রাহিম খলিল সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলা আকবরশাহ পাহাড়তলী চট্টগ্রাম-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব এস এম আল মামুনের নির্বাচনী জনসভা ৪ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাঁশবাড়ীয়া হাই স্কুলের মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুল আলম চৌধুরী রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাহাজানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আসলাম হাবিব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আলাহজ্ব এস এম আল মামুন বলেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ট্রমা সেন্টার সংযুক্ত করার চেষ্টা করব।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন বহু মানুষ পর্যাপ্ত চিকিৎসার অভাবে মারা যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ট্রমা সেন্টার সংযুক্ত হলে মানুষ চিকিৎসার সুফল পাবে।
এতে আরো বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাাদক চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, শ্রম সম্পাদক নাসিম উদ্দীন চৌধুরী সদস্য আবদুল বারেক সওদাগর, হাজী জালাল আহমদ, এড. জাহেদ আল ফায়সাল, আবুল হোসেন বাবুল, মহিলা সম্পাদিকা সেলিনা আক্তার নিলু, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাব উদ্দিন, ইসমাইল মেম্বর, এ বি এম রাসেল চৌধুরী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.