নিজস্ব প্রতিবেদক : সাবেক মেয়র মঞ্জুর আলম বলেন, সমাজসেবা করে আমি বিনিময় কেন চাইব। উনার কাছেও তো কিছু চাইনি। আমি ১০৩টি প্রতিষ্ঠান করেছি। আমাকে কে বিনিময় দেবে? আমরা ব্যবসা প্রতিষ্ঠান করেছি। আল্লাহ আমাকে দিয়েছেন, আমি মানুষের স্বার্থে দান করছি। দান করার পর বিনিময় চান নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর এমন অভিযোগের বিষয়ে একথা বলেন।
ওয়ান-ইলেভেনে কার কী ক্ষতি করেছি, মহিউদ্দিন বাচ্চুর কোন ক্ষতি করেছেন কিনা সেটি খুঁজে বের করতে বলেছেন চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মঞ্জুর আলম। আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উনি বলেছেন ওয়ান-ইলেভেন নিয়ে। ওয়ান-ইলেভেনে আমি দুই বছর দায়িত্ব পালন করেছি। আপনারা সাংবাদিক ছিলেন। ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত ছিলেন মাঠে। আমার দ্বারা কার ক্ষতি হয়েছে, উনার কোনো ক্ষতি হয়েছে কি না খুঁজে বের করুক।
এর আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ওয়ান ইলেভেন পরবর্তী জরুরি অবস্থায় মেয়র মঞ্জুর আলমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাঁর প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু।
তিনি আরও বলেন, সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে আমি স্মার্ট বাংলাদেশ রুপান্তরে স্বল্প-মধ্য-দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে ব্যবস্থা গ্রহণ করব। সরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে বেকার ছেলে মেয়েদের যুগপোযোগী শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে চাকরির সুব্যবস্থা করব। তথ্যপ্রযুক্তি খাতে এবং গবেষণা উদ্ভাবনী কাজে সফল উদ্যেক্তা তৈরিতে কাজ করব।
সাবেক এ সিটি মেয়র বলেন, ১৮ ডিসেম্বর থেকে নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হয়েছে। ২২ ডিসেম্বর থেকে প্রচারণা কার্যক্রম চালাচ্ছি। কিছু কিছু জায়গায় আমি হয়রানির শিকার হয়েছি। আমরা সংশ্লিষ্ট বিভাগে নালিশ করেছি। নালিশের মাধ্যমে আমরা এগুলো সুরাহা পাচ্ছি। আশা করছি আগামী ৭ জানুয়ারি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেতার পর আওয়ামী লীগে যোগ দেবেন কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি যখন স্বতন্ত্র একদম স্বতন্ত্র থাকতে চেষ্টা করবো। কোথায় যাব সেটির কোনো ঠিকানা নাই। আমার ঠিকানা হবে জাতীয় সংসদ।
নির্বাচিত হলে সংসদে গিয়ে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, ডিজিটাল আইন ও সাংবাদিকদের নিবৃত্ত করার যে আইন সেগুলো নিয়ে কি ভূমিকা থাকবে এমন প্রশ্নে সাবেক এ কাউন্সিলর বলেন, আগে পার্লামেন্টে যেতে দিন। আমি স্বতন্ত্র প্রার্থী। আমি কারও আজ্ঞাবহ নই। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদে গিয়ে দেশের পক্ষে মানুষের স্বার্থে কথা বলব।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.