এম. ইব্রাহিম খলিল সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার পৌর সভা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বটতল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পেট্রোল পাম্পের ২০০ গজ উত্তরে ঢাকামুখী লেনের পঃ পাশে একদল ডাকাত, ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতি নিয়া সমবেত হইয়াছে। তাৎক্ষনিক অফিসার ইনচার্জ, ওসি মো: কামাল উদ্দিন ঘটনাস্থলে পৌঁছাইলে ডাকাত দলের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পাইয়া পালানোর চেষ্টা করে।
এসময় এসআই খুরশীক আলম সঙ্গীয় ফোর্সের সহায়তায় ডাকাদলকে গ্রেফতার করছে।
সোমবার ০১ জানুয়ারি দিবাগত রাত ৪ টায় গ্রেফতারকৃতরা হলো- মোঃ আরিফ হোসেন (২৫),পিতা- আনোয়ার হোসেন, সাং- উত্তর কেদারখীল, ০৮নং ওয়ার্ড,০১ নং সৈয়দপুর ইউপি, ইমন হোসেন সবুজ (২৫), পিতা- মৃত ইসাহাক, সাং- মধ্যম ইয়াকুব নগর, ০১নং ওয়ার্ড, সীতাকুন্ড পৌরসভা, মোঃ জাহিদ হোসেন (১৯), পিতা- মাহফুজুর রহমান, সাং- দক্ষিণ ঈদুলপুর, ০৮ নং ওয়ার্ড, সীতাকুন্ড পৌরসভা, সর্ব থানা-সীতাকুন্ড।
আসামীদের দেহ তল্লাশী করিয়া উদ্ধার কৃত অস্ত্রের তালিকা (ক) ০১ (এক)টি দেশীয় তৈরী এলজি, (খ) ০২ (দুই) টি কার্তুজ, (গ) ০২ (দুই) টি লোহার পাইপ, (ঘ) ০১ (এক) টি কালো ফাইবার বাটযুক্ত চাকু, (ঙ) ০১ (এক) টি কালো ফাইবার বাটযুক্ত চাকু, (চ) ০২ (দুই) টি লোহার রড, (ছ) ০২ টি হলুদ রংয়েল ফাইবার বাটযুক্ত চাকু উদ্ধার করে জব্দ করেন।
আসামীগণসহ তাহাদের সহযোগী অপর পলাতক অজ্ঞাতনামা ৭/৮ জন আসামীসহ উল্লেখিত ঘটনাস্থলে মহাসড়কে চলন্ত গাড়ীতে রড মেরে গাড়ী থামাইয়া ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হইয়াছিল বলিয়া তাহারা স্বীকার করে। উপরোক্ত আসামীদের তথ্য মতে তাহাদের অপর সহযোগী আসামী মোঃ জয়নাল আবেদীন প্রকাশ সাহাব উদ্দিন (৩০), পিতা- মৃত গোলাম রহমান, সাং- এয়াকুবনগর, থানা-সীতাকুন্ড, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায় যে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চতুরতার সহিত গাড়ীতে রড মারিয়া আগ্নেয়াস্ত্র প্রদর্শন করিয়া গাড়ী থামাইয়া গাড়ীতে ডাকাতি করে।
আসামীদের বিরুদ্ধে সীতাকুন্ড থানার মামলা নং-০২, তাং- ০১/০১/২০২৩ ইং, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড এবং ০১নং আসামী মোঃ আরিফ হোসেন (২৫) এর বিরুদ্ধে সীতাকুন্ড থানার মামলা নং-০৩, তাং- ০১/০১/২০২৩ ইং, ধারা-19(a)(f) The Arms Act, 1878 রুজু করা হইয়াছে। ১নং মোঃ আরিফ হোসেন (২৫) এর বিরুদ্ধে সীতাকুন্ড মডেল থানায় ০৪ টি ডাকাতি মামলা ও ০২ টি অস্ত্র মামলা আদালতের বিচারাধীন।
এজাহার নামীয় ৪নং আসামী মোঃ জয়নাল আবেদীন প্রকাশ সাহাব উদ্দিন (৩০) এর বিরুদ্ধে ০৪ টি ডাকাতি মামলা, ০২ টি খুন মামলা ও ০১ টি অন্যান্য ধারার মামলা আদালতে বিচারাধীন রহিয়াছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.