ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর গণসংযোগের গাড়িবহরে হামলা প্রার্থীর ভাইসহ অন্তত ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ ৩০ ডিসেম্বর শনিবার দুপুরে উপজেলার শান্তিরহাট জিরি মাদ্রাসা গেইট এলাকায় পৌছালে গাড়িতে পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা এম এ এজাজ চৌধুরীর বিরুদ্ধে স্লোগান দিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার দাবি জানান দুর্বৃক্তরা।
এ ঘটনাকে কেন্দ্র করে সড়কের দুই পাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দরা ঘটনা স্থলে গিয়ে বিক্ষুব্ধ লোকজনকে সড়ক থেকে সরিয়ে দেয় এবং স্বতন্ত্র প্রার্থীকে নিরাপদ স্থানে নিয়ে যায় ।এসময় প্রার্থীর ভাই ফজলুল হক চৌধুরী প্রকাশ মহব্বত (৫৬) কে দুর্বৃক্তদের এলোপাতাড়ি মারধরের তার মাথায় ফেটে যায় আর তার শরীরের বিভিন্ন স্থানে ফুলাজহম হয়। তাছাড়াও আহত হয়েছে ইয়াছিন, রেখাসহ অনেকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে গাড়িবহর নিয়ে চট্টগ্রাম শহর থেকে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী উপজেলার কুসুমপুরায় গণসংযোগের কথা ছিল। তখন শান্তিরহাটের জিরি মাদ্রাসা গেইট এলাকায় পৌছালে দুর্বৃক্তরা সড়ক অবরুদ্ধ করে। ফলে সড়কের দুই পাশ গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। উপজেলা আওয়ামী লীগ বহিস্কৃত নেতা এজাজের বাড়িতে স্বতন্ত্র প্রার্থী যাওয়ার খবর পেয়ে দুর্বৃক্তরা উত্তেজিত হয়।
কসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এড, এম হোসাইন রানা জানান, শনিবার দুপুরে শান্তিরহাট মাদ্রাসা গেইট এলাকায় স্বতন্ত্র প্রার্থীকে সড়কে অবরুদ্ধের খবর পেয়ে আমরা ছুটে গিয়ে শামসুল হক চৌধুরীকে নিরাপদে পৌছাতে সহযোগিতা করি। এর আগে বির্তকিত নেতা এজাজকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার দাবি জানান।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোলাইমান বলেন, স্বতন্ত্র প্রার্থীকে অবরুদ্ধ করার খবর পেয়ে আমরা ঘটনা স্থলে গিয়েছি, কিন্তু
কাউকে পাওয়া যায়নি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে তদন্ত পূর্বক আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। মামলার প্রস্তুতি চলছে। পুলিশ টহল অব্যাহত রয়েছে।