ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ পটিয়া ১২ সংসদীয় আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী ২২ ডিসেম্বর স্থানীয় কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভার আয়োজন করেন।
এতে তিনি বলেন, আমি উপজেলার চেয়ারম্যান হিসাবে সততা- নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পটিয়া বাসীর সেবা দিয়ে আসছি। পটিয়া বাসীর সাথে বর্তমানও আছি ছিলাম এবং থাকব।
ছাত্রজীবন থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম বিদায় আাগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দেন।আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সালের মধ্যে উন্নয়নশীল দেশ এবং উন্নয়ন সমৃদ্ধি ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে পটিয়া বাসীকে নিয়ে এগিয়ে যেতে চায়।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব, চট্টগ্রাম দক্ষিণ জেলার আওয়ামী লীগের সহ সভাপতি আইয়ুব আলী, যুগ্ম সম্পাদক প্রদীপ দাশ, পটিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ, ক, ম শামসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচীব অধ্যাপক হারুনর রশীদ, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডাক্তার তিমির বরন চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমম টিপু সুলতান চৌধুরী সহ আরও অনেকেই।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.