ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : পটিয়া রেলস্টেশন ভবনে চট্টগ্রাম পটিয়া দোহাজারী রেলযাত্রী কল্যাণ পরিষদের বিজয় দিবস স্মরণে সদস্যদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২১ ডিসেম্বর বীর মুক্তিযুদ্ধা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিজয় দিবস স্মরনে আলোচনার পর চট্টগ্রাম দোহাজারী শাখা লাইনে রেল সার্ভিস বন্ধের ব্যাপারে আলোচনা হয়।ঢাকা কক্সবাজার রেলসার্ভিস চালু হলেও আজও দোহাজারী শাখা লাইনের সার্ভিস চালু হয়নি।
কালুরঘাটের ব্রীজ সংস্কার হলেও রেল সার্ভিস চালু করার রেল কতৃপক্ষের কোনো লক্ষ্মণ নেই। এই সুযোগে চট্টগ্রামে যাতায়াতে অতিরিক্ত ভাড়া হাতিয়ে নিচ্ছেন বাস মালিকগণ। বিভিন্ন হয়রানির শিকার হচ্ছেন বিভিন্ন পেশাজীবির মানুষ। রেল সার্ভিস চালু থাকলে হয়রানির শিকার হতে রেহায় পেতেন সাধারণ মানুষ।
অতিস্বতর দোহাজারী শাখা লাইনে বন্ধ হয়ে যাওয়া সকল ট্রেন পুনরায় চালু করা এবং ঢাকা কক্সবাজার ট্রেন পটিয়ায় যাত্রা বিরতির দাবি নিয়ে আলোচনা হয়।
এতে উপস্থিত ছিলেন আবদুল মালেক, জয়নাল আবেদীন, আইয়ুব আলী, কামাল উদ্দীন, আশিস কুমার দে, মদনবাবু,নুর আলাম, মোহাম্মদ আবু সাঈদ তালুকদার খোকন, সৈয়দ মিয়া হাসান, আবদুর রহমান রুবেল, শাহ আলম, আলমগীর আলম, রফিকউল্লাহ, নাসির উদ্দীন, আবদুল কুদ্দুস, মোরশেদুল আলম, অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক ফারুকুর রহমান বিনজু।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: imranctgnews@gmail.com
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.