ফটিকছড়ি সংবাদদাতা : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি মাইজভাণ্ডার দরবার শরীফ জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
(১৯ ডিসেম্বর) মঙ্গলবার সকালে তিনি নেতা-কর্মীদের সাথে নিয়ে মাইজভাণ্ডার দরবার শরীফ জেয়ারত শেষে তাঁর বাবা সাবেক সংসদ সদস্য রফিকুল আনোয়ারের জেলা পরিষদের সাবেক সদস্য ড. মাহমুদ হাছানের এবং নানুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ ওসমান গনি বাবুর কবর জেয়ারত করেন।
এরপর তিনি উপজেলার নানুপুর বাজারে এক পথসভায় বক্তব্যে খাদিজাতুল আনোয়ার সনি বলেন,আওয়ামী লীগের সকল নেতা-কর্মী ও ফটিকছড়িবাসীর দীর্ঘদিনের চাওয়ার প্রতি সম্মান দেখিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফটিকছড়িবাসীকে নৌকা প্রতীক উপহার দিয়েছেন।
খাদিজাতুল আনোয়ার সনি আরও বলেন, আমি জানি নৌকা পাওয়ার জন্য আপনারা রোজা রেখেছেন, নামাজ পড়ে আমার জন্য দোয়া করেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী ও সকল নেতাকর্মীদের প্রতি। এ নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনাকে এ আসনটি উপহার দিতে হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি আগামী ৭ জানুয়ারি আপনাদের নিকট নৌকায় মার্কায় ভোট কামনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বখতেয়ার সাঈদ ইরান, মোহাম্মদ আবুল বাশার, সৈয়দ আব্দুল মন্নান, মোতাহার হোসেন বাবুল, জিয়াউল হক মামুন, রেজাউল করিম লিটন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.