ফারুকুর রহমান বিনজু (চট্টগ্রাম) পটিয়া প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক পেয়ে প্রচারণার শুরুতে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুল হক চৌধুরী।
সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা করেন তিনি। পরে বিপুল সংখ্যক নেতা কর্মীদের নিয়ে কর্মীসভায় বক্তব্য রাখেন তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অবাধ, সুষ্ট, নিরপেক্ষ এবং অংশ গ্রহণ মূলক নির্বাচনের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলের নেতা কর্মীদের নির্বাচন করার জন্য অনুমতি দিয়েছেন।
তিনি নৌকার প্রার্থীর প্রতি অনুরোধ করে বলেন, হুমকি ধুমকি সমালোচনা ও উস্কানীমূলক বক্তব্য পরিহার করে আসুন আমরা জনগনের রায়ের উপর ভোটের ভাগ্য কি হয় দেখি। জনগণ যাকে চায় সেই পটিয়ায় প্রতিনিধিত্ব করুক। এতে প্রধানমন্ত্রীর অংশ গ্রহণমূলক নির্বাচনের সফলতা দেশ ও বিশ্ববাসীর কাছে গ্রহণযোগ্যতা পাবে।
তিনি বলেন, পটিয়ায় আমি কোন সন্ত্রাসী চাঁদাবাজকে প্রশ্রয় দেয়নি, দলের নাম ভাঙ্গিয়ে সাধারণ পটিয়াবাসীর উপর কাউকে জুলুম নির্যাতন করত দেই নেই। এতে দলের কিছু বিপদগামী সদস্যদের বিরাগ ভাজন হয়েছি।
তিনি অভিযোগ করে বলেন, আজকে তাদের এ কর্মী সভায় আসার পথে বিভিন্ন জায়গায় তাদের নেতাকর্মীদের উপর প্রতিপক্ষরা হামলা ও গাড়ি ভাংচুর করেছে। তৃণমুল নেতারা তার সাথে আছেন, যাদের জনসমর্থন নেই তারা এই সংঘাতের পথ বেঁচে নিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রবীণ মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান আহমদ নবী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য দেবব্রত দাশ, সাবেক চেয়ারম্যান নাছির আহমদ, বিজন চক্রবর্তী, আবু ছালেহ, আলমগীর খালেদসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.