ঢাকা ব্যূরো : যোগাযোগ ও সহযোগিতা নৌপথে আরও এগিয়ে নিতে বাংলাদেশ-ভারতের মধ্যে নৌ সচিব পর্যায়ের সভা শুরু হয়েছে। (১৯ ডিসেম্বর) মঙ্গলবার ঢাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ আয়োজন করা হয়।
দুই দিনব্যাপী এ সভার প্রথম দিন প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেডের (পিআইডব্লিউটিএন্ডটি) অধীন স্ট্যান্ডিং কমিটির সভা এবং ইন্টার গভার্নমেন্টাল কমিটির (আইজিসি) সভা হচ্ছে। আগামীকাল হবে নৌ সচিব পর্যায়ের বৈঠক।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল এবং ভারতের পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ মন্ত্রণালয়ের সচিব টি কে রমাচন্দ্রন নিজ নিজ দেশের পক্ষে সভায় নেতৃত্ব দিচ্ছেন। দুই দেশের সচিব উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বাংলাদেশের পক্ষে সভাগুলোতে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দফতর ও সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে ৩১ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল এবং ভারতের ২৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.