নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ:
জাতীয় সংসদ সদস্য নির্বাচন, ঈদ, পূজাকে পূঁজি করে বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ দলীয় প্রধান, দলের প্রতীক, সমর্থিত নেতাদের ছবির সাথে নিজের ছবি সম্বলিত ছবি দিয়ে কালারফুল পোস্টার ব্যানারে ছেয়ে গেছে চন্দনাইশ সদরসহ বিভিন্ন এলাকা। বিশেষ করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দু’পাশে চট্টগ্রাম-১৪ আসনের সীমানায় সম্ভাব্য প্রার্থীদের পোস্টারে ব্যানারে ছেয়ে যায়। কিন্তু একটি মহল এ পোস্টার ব্যানার রাজনীতির বিরুদ্ধে গিয়ে প্রতি হিংসা পরায়ণ হয়ে কারো পোস্টারের ছবি, কোন ক্ষেত্রে নাম, কোন ক্ষেত্রে সম্পূর্ণ ব্যানার বা পোস্টার ছিড়ে ফেলে দেয়। এ দৃশ্য এখন চন্দনাইশের দৃশ্যমান প্রতিটি স্পটে। বিশেষ করে চন্দনাইশ সদর এলাকা, গাছবাড়ীয়া কলেজ গেইট, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দু’পাশে দৃশ্যমান স্থানে, জনবহুল এলাকায় লাগানো পোস্টার ও ব্যানার ছিড়ে ফেলার অপরাজনীতি সাধারণ মানুষের সমালোচনায় পড়েছে। এমনকি গাছবাড়ীয়া মডেল উচ্চ বিদ্যালয় সরকারি হওয়ার পর কর্ণেল অলির পক্ষ থেকে বিভিন্ন পয়েন্টে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে লাগানো সব কয়টি ব্যানার রাতের অন্ধকারে দুবৃত্তরা কেটে দিয়েছে। এ ব্যাপারে উপজেলা এলডিপি’র সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব আকতার আলম, পৌর এলডিপির সভাপতি আইনুল কবির, সাধারণ সম্পাদক আকতার উদ্দিনসহ নেতৃবৃন্দ তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। সে সাথে এ ধরনের অপরাজনীতি পরিহার করে, শিষ্টাচার মূলক রাজনীতি চর্চা করার আহ্বান জানান। অথচ পার্শ্ববর্তী পটিয়াতে চন্দনাইশের ছেয়ে অনেক বেশি পোস্টার ব্যানার লাগানো হয়েছে। সেখানে এ ধরনের ব্যানার পোস্টার ছেড়ার দৃশ্য চোখে পড়েনা।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.