ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত পদপ্রার্থী এম এয়াকুব আলী বলেন, আমি এলডিপি ত্যাগ করি নাই। স্বতন্ত্র প্রার্থীর ১% ভোটার স্বাক্ষর পত্রের ঝামেলার কারণে (বিএনএম) থেকে মনোনয়ন নিয়েছি। নতুবা স্বতন্ত্র প্রার্থী হতাম।
আমার নেতা কর্ণেল ( অব:) অলি আহমদ নির্বাচন বয়কট করায় আমি আপাতত তার সাথে নেই। প্রধানমন্ত্রী ২০১৪ ও ২০১৮ সালের মত নির্বাচন হবে না বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি দিয়েছেন। এবং প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি কথায় আস্তার উপর শতভাগ বিশ্বাস রেখেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এসেছি। দীর্ঘ ১৮ বছর ধরে তিনি রাজনীতির পিছনে ১০০ কোটি টাকা ব্যয় করেছি।
নির্বাচিত হলে পটিয়ায় ইয়াবা, মাদক, কিশোর গ্যাং,চাঁদাবাজ, ভুমিদস্যু,গরু চুরি, পরিবারতন্ত্র উচ্ছেদ করব। পটিয়াতে ১৫ বছর কোন দৃশ্যমান উন্নয়ন হয়নি। হয়েছে উন্নয়নের নাম লুটপাট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে পটিয়ার হারানো গৌরব ফিরে আনব। এবং জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
পটিয়ার বিভিন্ন এলাকার লোকজন আমাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে পটিয়ার একটি রেস্তোঁরায় পটিয়ার সংবাদকর্মীদের সাথে মতবিনিময় কালে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার কারণ ব্যাখ্যা করেন।
এ সময় উপস্থিত ছিলেন এলডিপি নেতা প্রকৌশলী আবদুর রশিদ, মো: মনছুর আলম, নাজেদুরুজ্জামান, মো: ইকবাল মেম্বারসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.