লোহাগাড়া সংবাদদাতা : লোহাগড়ায় বন্যহাতির আক্রমণে পানের বরজে পিষে বন্য হাতির পালে সাহেব মিয়া (৭০) নামের এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। (১৮ ডিসেম্বর) সোমবার লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়ার পূর্ব পাশে ভাদুইল্লার ডুরি এলাকায় এ ঘটনা ঘটে। সাহাব মিয়া উপজেলার আধুনগর সিকদার পাড়া এলাকার মৃত সোলতান আহমদের ছেলে।
চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু বলেন, বন্যহাতির পাল তার পানের বরজে আক্রমণ করলে হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। সাহেব মিয়া পেশায় একজন কৃষক। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে এসেছে।
সাতগড় বনবিট কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সাহাব মিয়া নামের এক বৃদ্ধ কৃষক বন্যহাতির আক্রমণে নিহত হয়েছেন বলে খবর পেয়েছি।
ঘটনাস্থল পরিদর্শন করে আমরা ঊর্ধ্বতন কর্তপক্ষকে অবহিত করেছি। নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.