সাতকানিয়া সংবাদদাতা : সাতকানিয়া নৌকার প্রতীকের প্রার্থী ড. আবু রেজা নেজামুদ্দিন নদভীর সমর্থনে উপজেলা আওয়ামীলীগের ব্যানারে ডাকা বর্ধিত সভা পণ্ড করে দিয়েছে সাতকানিয়া এসিল্যান্ড।
আজ ১৮ ডিসেম্বর বিকেলে উপজেলা এরাবিয়া কনভেনশন হলে বর্ধিত সভা স্থলে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী উপস্থিত হলেও প্রশাসনের অনুমতি না থাকায় সভা বাধাঁর সম্মুখীন হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার এক নেতা বলেন, এসিল্যান্ড এসে দ্রুত প্রোগ্রাম শেষ, মাইক বাজানো নিষেধসহ কিছু নির্দেশনা দিয়ে বের হয়ে যেতেই মাইকের আওয়াজ শুনে আবার সভাস্থলে প্রবেশ করে বন্ধের নির্দেশ দিয়ে হলের বাইরে এসে দাড়িয়ে থাকে।
একপর্যায় উপজেলার সিনিয়র সহ-সভাপতি মাষ্টার ফরিদ এসে চলে যাওয়ার বিষয়ে জানতে চাইলে এসিল্যান্ড বলেন- আপনারা চলে যান তারপর আমরা যাবো। এর পর পর হল থেকে নেতাকর্মীরা বের হয়ে যেতে শুরু করে।
আরও জানা যায়, উপজেলার সভাপতি এমএ মোতালেব সিআইপি স্বতন্ত্র প্রার্থী হওয়ায় উভয়ের কর্মীদের আশংকা প্রকাশ করায় অনুমতি বিহীন সভা-সমাবেশের বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করছে।
চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী জানান, পূর্ব অনুমতি না থাকায় সভা স্থগিত রাখতে বলেছে।
সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধরীর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টা অস্বীকার করেন।
অভিযানে যাওয়া এসিল্যান্ড আরাফাত সিদ্দিকীকে মুঠোফোনে বার বার ফোন করা হলেও রিসিভ করেননি।
বি
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.