সাতকানিয়া সংবাদদাতা : চট্টগ্রামের সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে ১৬ ডিসেম্বর শনিবার কলেজ মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, যৌতুক, মাদক, ও বাল্যবিবাহ বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তৃতায় কলেজের সভাপতি আলহাজ নুরুল আবছার চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর হাতেগড়া দেশের অসমাপ্ত উন্নয়নকাজ শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে পূর্ণতা পাচ্ছে। রাষ্ট্র পরিচালনা ও উন্নয়নের দৃষ্টান্ত হিসেবে শেখ হাসিনার নাম আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত। বীর বাঙালির বিজয়কে সার্থক করতে হবে উন্নত জাতি গঠনের মাধ্যমে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রুহুল কাদেরের সভাপতিত্বে কলেজ শিক্ষক আরিফুর রহমানের সঞ্চালনায় বিজয় দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা দেন গভর্নিং বডির সদস্য ও সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মমদ কামাল উদ্দীন, কলেজ শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন ফরিদ আহমেদ, মোহাম্মদ জয়নাল আবেদীন, জয়নাল আবেদীন, মুহাম্মদ রুহুল আমিন, সুমন দেব, অভিভাবক মোহাম্মদ শাহ আলম, ছাত্রীদের মধ্যে বক্তব্য দেন জান্নাতুল ফেরদৌস, সানজিদা ইসলাম, আসমাউল হুসনা, এ্যানি দাশ, তাসমিন সোলতানা, ফারজানা আকতার প্রমুখ।
সঙ্গীত পরিবেশন করেন ছাত্রী জুলি শীল, পন্না দাশ, শিক্ষক সুমন দেব। বিজয় দিবসের আলোচনা সভা শেষে যৌতুক, মাদক ও বাল্যবিবাহ বিরোধী র্যালি বের করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.