আন্তর্জাতিক ডেস্ক : চলমান যুদ্ধে অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধ ও তীব্র শীতের মধ্যে ভারী বৃষ্টি ও বন্যা মরার উপর খাঁড়ার ঘা হিসেবে ঠেকেছে। (১৩ ডিসেম্বর) বুধবারের টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় নাজেহাল বাস্তুচ্যুত বাসিন্দারা। বৃষ্টি ও বন্যার পানিতে ভিজে গেছে কাপড়ের তাঁবু। এরইমধ্যে ক্ষুধা ও অনাহারে গুটিসুটি মেরে বসে আছেন অসহায় বাসিন্দারা। বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর প্রকাশ করেছে।
ইসরায়েলের নির্বিচার হামলার সঙ্গে সঙ্গে শীতের বৃষ্টি ও বন্যা উত্তর গাজায় দুর্দশা ও মৃত্যুকে আরও বাড়িয়ে দিয়েছে।
ইসরায়েলি হামলায় ইতোমধ্যে গাজার পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হয়েছে। এরইমধ্যে সেখানে বৃষ্টিতে সৃষ্ট বন্যার কারণে ধ্বংসস্তুপ আটকে বন্ধ হয়ে গেছে রাস্তাগুলো।
বৃষ্টির পানিতে ভিজে গেছে কাপড়ের তাঁবুগুলো। জলাবদ্ধতা দেখা দিয়েছে আশ্রয়কেন্দ্রগুলোতেও। সেখানেই হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ খাদ্য ও পানির ঘাটতির পাশাপাশি রোগ ও অনাহারের হুমকির সঙ্গে লড়ছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.