প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ৬:১১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১০, ২০২৩, ২:০৩ অপরাহ্ণ
সাতকানিয়ায় দখলমুক্ত হলো ৯ কোটি টাকা মুল্যের ‘কানুপুকুর’

মো.ইকবাল হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট, দেশচিন্তা:
চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধ দখলমুক্ত হলো পৌরসভা এলাকার ঐতিহাসিক কানুপুকুর। রোববার (১০ ডিসেম্বর) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী কানুপুকুরকে অবৈধ দখলমুক্ত করে সরকারি হেফাজতে নেন। উদ্ধারকৃত পুকুরটির আনুমানিক বাজার মূল্য ৯ কোটি টাকা।
সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী জানান, পৌরসভার ৭ নং ওয়ার্ডে অবস্থিত বিএস ১ নং খাস খতিয়ানভূক্ত কানুপুকুরকে অবৈধ দখলমুক্ত করে সরকারি হেফাজতে নেয়া হয়। উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীবৃন্দের সহযোগিতায় সাইনবোর্ড স্থাপন করে সরকারি কানুপুকুরের দখল গ্রহণ করা হয়। তিনি আরও জানান, ভবিষ্যতে কানুপুকুরসহ যেকোনো সরকারি ভূমি অবৈধ দখলদার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি করা হয়।
উল্লেখ্য, কানুপুকুরটি প্রভাবশালী ভূমিদস্যু একটি চক্র দীর্ঘকাল অবৈধ দখলে রেখেছিল। এছাড়া সরকারি মূল্যবান এ সম্পদটি গ্রাস করার কুমানসে একটি চক্র বিজ্ঞ সিনিয়র জেলা জজ আদালতে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করেছিল। বিজ্ঞ আদালত আইনি প্রক্রিয়া শেষে সরকার পক্ষে আদেশ দেন এবং বাদীপক্ষের আরজি দোতরফাসূত্রে খারিজ করে দেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.