ঢাকা ব্যূরো : নিজ নির্বাচনি এলাকা টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়া গেলেন পতাকাবিহীন ব্যক্তিগত গাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুকন্যা এর আগে (৭ ডিসেম্বর) বৃহস্পতিবার ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে আসেন সরকারি প্রোটোকল ছাড়াই। প্রধানমন্ত্রী প্রেস উইং সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
আরও জানিয়েছে, নির্বাচন কমিশনের আচরণবিধি মেনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সফরে কোনও ধরনের সরকারি সুবিধা গ্রহণ করেননি।
নির্বাচন কমিশন গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। রাজনৈতিক দল ও প্রার্থী নির্বাচনি আচরণবিধি অনুযায়ী মন্ত্রী-এমপিরা নির্বাচনি কাজে কোনও সরকারি সুবিধা ভোগ করতে পারবেন না। সরকারি গাড়িও ব্যবহার তারা করতে পারবেন না।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.