ঢাকা ব্যূরো : আসন্ন জাতীয় দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৪ থেকে ১৮, মোট ১৫টি আসনে ১৮৮ জন প্রার্থী হয়েছিলেন। এর মধ্যে ১৮৬ জন সরাসরি এবং দুই জন অনলাইনে ফরম জমা দেন। এদের মধ্যে ১২৪টি মনোনয়নপত্র বৈধ এবং ৬৪টি অবৈধ ঘোষণা করা হয়েছে। ( ৪ ডিসেম্বর) সোমবার বিকালে সেগুন বাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে রিটার্নিং অফিসার সাবিরুল ইসলাম এই ঘোষণা করেন।
অবৈধ ঘোষণা করা ৬৪টি মনোনয়ন পত্রের মধ্যে ১৫ টি ঋণখেলাপী, ২৯টিতে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে পর্যাপ্ত ভোটার সমর্থন না থাকার কারণে এবং ২০টি আনুষাঙ্গিক কাগজপত্র ও তথ্যপ্রমাণ না দেওয়ার কারণে বাতিল ঘোষণা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.