সাতকানিয়া সংবাদদাতা : স্বতন্ত্র প্রার্থী ডা. মিনহাজের মনোনয়নপত্রে স্বাক্ষর করায় স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে সাতকানিয়ার চট্টগ্রাম-১৫ সংসদীয় আসনে নৌকার মনোনীত প্রার্থী আবু রেজা নদভীর বিরুদ্ধে।
সৈয়দুল আলম নামের ওই সমর্থনকারী ব্যক্তিকে ডেকে নিয়ে আটকে রেখেছেন বলে লিখিত অভিযোগ করেছেন।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদীয় আসনে স্বতন্ত্র সংসদ এমপি প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আ.ম.ম মিনহাজুর রহমান।
গতকাল রোববার (৩ ডিসেম্বর) রাতে হোয়াটস অ্যাপে ক্ষুদে বার্তা পাঠিয়ে রিটার্নিং কর্মকর্তাকে এ অবৈধ আটকের বিষয়ে অবহিত করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আ.ম.ম মিনহাজুর রহমান। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ সংসদীয় আসনের রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের কাছে নৌকার প্রার্থী আবু রেজা নদভীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ডা. মিনহাজ।
অভিযোগ থেকে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী ডা. মিনহাজের মনোনয়নপত্রে সংযুক্তি হিসেবে দাখিলকৃত এক শতাংশ সমর্থনকারী ভোটার তালিকার মধ্যে লোহাগাড়ার পুটিবিলা এলাকার সৈয়দুল আলম নামে এক ব্যক্তিকে ডেকে নিয়ে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও রূপালী আবাসিকের তৃতীয় তলার অফিস রুমের পাশে কম্পিউটার রুমে আটকে রাখা হয়। সমর্থনকারী হিসেবে ভোটার তালিকায় সৈয়দুলের ক্রমিক নম্বর ৩১০ এবং তিনি ডা. মিনহাজের ১০ জন সমর্থকদের একজন।
অভিযোগে আরও বলা হয়, সোমবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তার কাছে হাজির হয়ে স্বেচ্ছায় স্বাক্ষর দেয়নি এমন সাক্ষ্য দিতে চাপ দিয়েছেন নদভী। অথচ সৈয়দুল লোহাগাড়া উপজেলায় শনিবার (২ ডিসেম্বর) স্ব-শরীরে উপস্থিত থেকে ডা. মিনহাজের সমর্থনে স্বাক্ষর করেছিলেন।
এমন অভিযোগের বিষয়ে ডা. মিনহাজ বলেন, নির্বাচনী আসনে আমার প্রতিপক্ষ নদভী শুধুমাত্র এ ঘটনা নয়, মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে আমার সমর্থকদের উপর বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছেন। জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অমান্য ও সহিংস পরিস্থিতির সৃষ্টি করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের বাধা সৃষ্টি করছেন। আমি প্রতিকার চাই।
এক প্রশ্নের জবাবে ডা. মিনহাজ বলেন, সৈয়দুল কোথায় আছে এখনও আমার জানা নাই। গুম করা আশংকা করছি তাকে।
ডা. মিনহাজের এ অভিযোগ অস্বীকার করে আবু রেজা নদভী বলেন, এরকম কোন বিষয় আমার জানা নাই। নৌকার প্রার্থী হওয়ায় প্রতিপক্ষ প্রার্থীরা আমার বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র ও দুর্নাম রটাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.