মিরসরাই সংবাদদাতা : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরশরাই) আসনে জাতীয় পার্টির প্রার্থী এমদাদ হোসাইন চৌধুরীকে রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রাম জেলা প্রশাসক (০৩ ডিসেম্বর) সকাল ১০ টায় তাহার প্রার্থীতা বৈধতা ঘোষণা করেন। চট্টগ্রাম-১ (মিরশরাই) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী বিগত ৩০ নভেম্বর রির্টানিং কর্মকতা জেলা প্রশাসক, চট্টগ্রাম কাছে মনোনয়ন দাখিল করেন। রিটানিং কর্মকতা যাচাই বাচাই শেষে তাহার প্রার্থীতা বৈধ ঘোষণা করেন, রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রাম জেলা প্রশাসককে ধন্যবাদ জানান।
চট্টগ্রাম ০১ আসনে জাতীয় পার্টি প্রার্থী বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং ভোট কেন্দ্র সন্ত্রাসী ও সরকার দলীয় প্রভাবমুক্ত থাকলে জনগণের সমর্থন নিয়ে আমি বিপুল ভোটে জয় লাভ করব। পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের সুশাসন এখনও মানুষ ভুলে নাই। মানুষ উন্নয়নের নামে লুটপাট করছে। জ্বালা পোড়াও চাই না। মানুষ এখন উন্নয়ন লুটপাট অনিয়ম লুটপাট চায় না, মানুষ ভোটের অধিকার চায়, সুশাসন চায়।
বিগত সরকারের আমলে দেশ থেকে ১১ লাখ কোটি টাকা পাচার হয়েছে, সরকার উন্নয়নের লুটপাট করছে সর্বত্র, দেশের জনগণের মাথা পিছু ঋণের পরিমান ৯৫০০০টাকা! সাধারণ মানুষ পরিবর্তন চায় ও মুক্তি চায়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.