প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন” এ স্লোগানে আরকেএস ফাউন্ডেশন (রেজাউল করিম সিকদার ফাউন্ডেশন) ৩২তম আন্তর্জাতিক ও ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবসটি উপলক্ষ্যে আজ (০৩ ডিসেম্বর) রবিবার বিকালে ফাউন্ডেশনের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন জাহেদুল করিম বাপ্পি সিকদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সমাজ কর্মী লায়ন মো.,জিয়াউল হক সোহেল, সাংবাদিক মুজিব উল্ল্যাহ্ তুষার, এএসআই মো.আলমগীর হোসেন. সাংবাদিক মো. আশরাফ উদ্দিন, ইন্জিনিয়ার হেলাল উদ্দিন আলো, জান্নাতুল ফেরদৌস সুইটি, কনিকা রুদ্র, আহম্মদ উল্ল্যাহ, রিয়াজ উদ্দিন বাদশা, মো.রাব্বি আলম সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক সহ অনেকে।সভায় বক্তারা বলেন, আমাদের মানসিক পরিচর্যা দরকার। দৃষ্টিভঙ্গির প্রতিবন্ধকতা দূর করতে না পারলে উন্নয়নকে অর্থবহ করে তুলতে পারবো না। কাউকে পিছনে রেখে সামনে এগোনো যাবে না। সংবাদ বিজ্ঞপ্তি।।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.