দেশচিন্তা ডেস্ক : চট্টগ্রাম মহানগরের ১৬নং চকবাজার ওয়ার্ডের দেবপাহাড় আবাসিক এলাকা একটি শান্তিপ্রিয় এলাকা। এখানে দল-মত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন যাবত বসবাস করে আসছে। কিন্তু বেশ কিছুদিন যাবত স্বাধীনতার বিপক্ষের শক্তির একটি চক্র বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড ও অরাজকতায় এলাকাবাসীকে অতিষ্ঠ করে তুলেছে। ১৪ জুলাই বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাহেরুল ইসলাম চৌধুরী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোজাহেরুল ইসলাম চৌধুরী বলেন, দেবপাহাড় আবাসিক এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তৎ সংশ্লিষ্ট রাজনৈতিক নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করতে না পারায় তারা প্রতিহিংসার রাজনীতির আশ্রয় নিয়েছে। তারা আমার উপর সংঘবদ্ধ হামলা ও আমার জায়গা-জমি দখলের পাঁয়তারায় লিপ্ত রয়েছে। দীর্ঘ ৫০ বছর যাবত আমি স্বাধীনতার স্বপক্ষের শক্তি তথা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ততার কারনে দেবপাহাড় এলাকায় বিএনপি- জামায়াত অর্থাৎ স্বাধীনতার বিপক্ষের শক্তি কোন ধরণের নৈরাজ্যের সুযোগ পায় নাই। এতে প্রতিহিংসা পরায়ন হয়ে চকবাজার ওয়ার্ড বিএনপি'র সহ- দপ্তর সম্পাদক মোহাম্মদ ইউনুস বিভিন্ন সময় তার সংঘবদ্ধ সন্ত্রাসী দল নিয়ে এলাকায় অসামাজিক কার্যক্রমে লিপ্ত হওয়ার চেষ্টা করলেও আমার জন্য তা করার সুযোগ হতো না। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চকবাজার থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, সহ- সভাপতি এডভোকেট দিদারুল আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক রহমত উল্লাহ স্বপন, যুগ্ম সম্পাদক শহিদুল হক মিন্টু প্রমুখ। বিজ্ঞপ্তি
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.