দেশচিন্তা ডেস্ক : চট্টগ্রামে নব বিভাগীয় কমিশনার হিসেবে কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক মো. তোফায়েল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। আর চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমানকে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছে।
তাছাড়া চট্টগ্রামে অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজকে।
সোমবার (১০ জুলাই) বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাদের নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করেছে।
একই আদেশে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. জসিম উদ্দিন ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্মসচিব সৈয়দা ফারহানা কাউনাইনকে সিলেট, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব সরোজ কুমার নাথ ও স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব মো. হেলাল হোসেনকে খুলনায় বদলি করা হয়েছে।
চলতি বছরের ১৬ জানুয়ারিতে হোটেলস ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. আমিনুর রহমানকে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করে সরকার।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.