সাতকানিয়া সংবাদদাতা:
সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের ২ নং ওয়ার্ড রাজ মহল ক্লাবের পশ্চিম পাশে আলী শাহের বিল্ডিং থেকে ১২ জুন গভীর রাত ২ টায় সুজুকী এস এফ মডেলের মোটর বাইক নিয়ে গেছে চোরের দল। মোটর বাইকের মালিক ইসমাইল দোহাজারী সামসুদ্দীন মার্কেটের ব্যবসয়ী। রাত ১০ টায় দোকান বন্ধ করে প্রতি দিনের মত বাসায় গিয়ে রাত ১২ টায় ঘুমাতে যায়। ঐ রাতে চোরের দল সঙ্গবদ্ধ হয়ে দেশীয় হাতিয়ার আরি ব্লেড, লোহার রড়, বিভিন্ন সরঞ্জাম নিয়ে বাড়ী ছাদ দিয়ে ঢুকে বাসার প্রতিটি ফ্লাটে দরজার হুক লাগিয়ে দিয়ে গাড়ীর তালা ও গেইটের তালা ভেঙ্গে গাড়ী নিয়ে যায়। তবে পাশের বাসার ভাড়াটিয়ারা জানান, এই এলাকার লোক জড়িত, এ রকম ফ্লাট থেকে মোটর বাইকে চুরি করা কোন মতে সম্ভব নয়। এদিয়ে রাজমহল ক্লাবের সামনের দোকানদার জানায়, রাত ২.৩০ মিনিটের পর লুঙ্গি পরিহত ব্যক্তি মোটর বাইক চালিয়ে দোহাজারীর দিকে চলে গেছে। অপর দিকে রাজমহল ক্লাবের দারোয়ান জানায়, রাত ২.৩০ মিনিটের পর মোটর বাইক নিয়ে দোহাজারী দিকে চলে যায় তবে গাড়ী গতি বেশি থাকায় চেহেরা খেয়াল করতে পারিনি। মোটর বাইক চুরি নিয়ে বাইক মালিক সাতকানিয়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়ে সাতকানিয়া থানার এস আই রাশেদ জানায়, সাতকানিয়া থানায় মোটর বাইক চুরি সংক্রান্ত একটা অভিযোগ দিয়েছে, তদন্ত করে এই বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.